• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Saturday 05 Oct, 2024

’রকমারি‘ অন্যরকম বিজ্ঞানবাক্স এর লাইভ বিজ্ঞানআড্ডায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। জ্ঞানের  সাগরে অবগাহন করে জীবনকে পরিশুদ্ধ করার স্বপ্নময় প্রতিষ্ঠান। সাফল্যের পথে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে তার অগ্রযাত্রা। শিক্ষক,  ছাত্র ও  অভিভাবকদের মৈত্রীয় সেতুবন্ধনে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি স্বপ্নহীন ভাস্বর। শিক্ষা আদর্শ নৈতিকতা ত্রিমাত্রিক সমন্বয়ে চরিত্রবান ছাত্র-ছাত্রীদের পদচারণায় সতত মুখরিত শিক্ষাঙ্গন। এটি শুধুমাত্র জ্ঞান-বিজ্ঞানের সূতিকাগার নয়: সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া-বিনোদন, মেধা মননশীলতা ও দেশপ্রেমে  উজ্জীবিত যুগোপযোগী ভবিষ্যৎ নাগরিক তৈরি করতে  অগ্রণী ভূমিকা পালনকারী  প্রতিষ্ঠানও বটে।
অনুষ্ঠানমালা:
বার্ষিক  পুরস্কার বিতরণ,  হদর  মাহফিল, হিফয প্রতিযোগিতা, দু‘আ ও সবক অনুষ্ঠান, শিক্ষা সফর, ইফতার মাহফিল, সীরাত মাহফিল, অভিভাবক সমাবেশ, বিতর্ক সপ্তাহ, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবসসহ জাতীয় ও আর্ন্তজাতিক সকল দিবস পালন  ও  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন এর মাধ্যমে পড়ালেখার পাশাপাশি সকল অঙ্গনে ছাত্র-ছাত্রীদের পদচারণা অব্যাহত রয়েছে।

শিক্ষক প্রশিক্ষণ:
আদর্শ জাতি গঠনে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক শিক্ষক প্রশিক্ষণ  কর্মশালা শিক্ষাদান পদ্ধতি শিক্ষকের দায়িত্ব-কর্তব্য ও গুণাবলী, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থীদের মেধাবিকাশের পদ্ধতিসহ প্রয়োজনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ:
জ্ঞান-বিজ্ঞানের মুসলিম জাতির হৃত গৌরব ফিরিয়ে পাবার প্রয়াসে প্রতিবছর আয়োজন করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এই উপলক্ষে আয়োজিত বিজ্ঞানমেলায় কোমলমতি ছাত্র ছাত্রীরা পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, স্থাপত্য কীর্তি, ভুগোল,  প্রকৌশলবিদ্যা এবং মেডিকেল নানা বিভাগের ২০০টি প্রজেক্টউপস্থাপন করে
কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা:
তানযীমুল উম্মাহ‘র অন্যতম লক্ষ্য হচ্ছে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রী গড়ে তোলা। এ প্রতিষ্ঠানটি জন্ম লগ্ন থেকে দেশ ও জাতিকে মেধাবী শিক্ষার্থী উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে লক্ষে সারাদেশের মেধাবী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদানের ব্যবস্থা রয়েছে।