• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Saturday 05 Oct, 2024

Sabak Giving Programme By Tanzimul Ummah International Tahfiz School

সম্প্রতি তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে,  সবক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সবক প্রদান করেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. মুঞ্জুরে ইলাহি। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ  ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুল আলীম, ডিরেক্টর এম. এম রবিউল ইসলাম। তাহফিয স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মাদ সাইফুল্লাহসহ অন্যান্য দায়িত্বশীল, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমপারা, নাযেরা ও হিফয বিভাগে মোট ৬০ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।